মাগুরাঘোনায় তরুনীকে শ্লীনতাহানীর অভিযোগে ইউপি সদস্যের পুত্রের বিরুদ্ধে

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ | আপডেট: ৫:৫৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
খুলনার মাগুরাঘোনায় তরুনীকে শ্লীনতাহানীর অভিযোগে সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের পুত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ৮ফেব্রুয়ারী তরুনীর মাতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় এ এজাহার দায়ের করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রাপ্ত এজাহার সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের বাদুড়িয়া পূর্বপাড়া গ্রামের আলামিন মোড়লের কন্যা মোছাঃ লিমা খাতুন (১৪) গত ০৩/০২/২০২০ইং তারিখে সকাল ১০.১৫ ঘটিকার সময় তার শয়ন কক্ষে থাকা অবস্থায় তাকে একা পেয়ে একই গ্রামের মোঃ সামাদ গাজী ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগমের পুত্র রাসেল গাজী (২২) কু প্রস্তাব দেয়। তার কু প্রস্তাবে রাজী না হওয়ায় তার কন্যার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে খাটের উপর নিয়ে বস্ত্র খুলে ধর্ষনের চেষ্টা করে। এ সময় তার আর্তচিৎকারে পাশের লোকজন ছুটে আসলে রাসেল দৌঁড়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এঘ্টনায় মেয়েটির মাতা মোছাঃ রোজিনা বেগম বাদী হয়ে গত ৮ফেব্রুয়ারী ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন। এছাড়া মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগমের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বৃধবা ভাতা, চাউলের কার্ড করে দেয়ার কথা বলে টাকা নেয়াসহ পুকুর পাইলিং, কর্মসূচীর কাজে ব্যাপক দূনীতি ও অনিয়মের অভিযোগ তুলেছে এলাকাবাসী। এব্যাপারে মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম বলেন, শুধুমাত্র আমাদেরকে হয়রানী করার জন্য এ মামলা করা হয়েছে। ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব বলেন, মামলা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক