ভারতে পাচারকালে স্বর্ণের বারসহ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ৪:২৯:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তে ১২টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক চোরাকারবারি হলো-কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তের খালধার এলাকার আবুল হোসেনের ছেলে মো.বুদু হোসেন। শুক্রবার সকাল সাকাল ৯ টার দিকে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমন্তে একটি বাড়ি থেকে স্বর্ণের বার গুলো উদ্ধার হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ২০-২৫ জন সদস্য কেঁড়াগাছি সীমান্তে চোরাকারবারি বুদু হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় বুদুকে তার বাড়ি থেকে ১২ পিস স্বর্ণের বারসহ আটক করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্ণের বার গুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। দু’টি করে স্বর্ণের বার একসাথে কালো কসটেপ দিয়ে মোড়ানো ছিলো। উদ্ধারকৃত স্বর্ণ ও আটক চোরাকারবারিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে আসা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার জানান,উদ্ধার হওয়া স্বর্ণের বার গুলো ওজন করে বিস্তারিত পরে জানানো হবে।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক