ভয়ংকার যান ডাম্পারের চলাচলে গোবিন্দপুর-ভদ্রখালীর রাস্তাঘাট মরণ ফাঁদে পরিণত

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০ | আপডেট: ৯:৩৬:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

সংবাদদাতা, কালিগঞ্জ(সাতক্ষীরা): কালীগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইট ভাটার মাটি বহনের কাজে ব্যবহৃত ডাম্পার গাড়ির চলাচলে, কালিগঞ্জ থেকে কুশুলিয়া রোডের কিছু গুরুত্বপূর্ণ স্থানে ভদ্রখালী বাজার ভদ্রখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয় ও ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিসের সামনে রাস্তায় সাধারণ মানুষ বিপদজনক মনে করছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

২৫ফেব্রুয়ারী সকালে সামান্য বৃষ্টির হওয়ায় ডাম্পার থেকে ছিটকে পড়ে থাকা মাটি রাস্তায় পিচ্ছল হয়ে মরণ ফাঁদ তৈরি হয়। সকাল থেকে দূর্ঘটনার ঘটার আশংকা বিরাজ করছে। ঘটতেই থাকে। সড়ক পিচ্ছিল হয়ে যানজট তৈরি হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, যানজটে আটকে পড়ায় নিকট গন্তব্যের যাত্রীরা পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছার চেষ্টা করে। বর্তমানে শিক্ষার্থীসহ পথচারীরা চরম দূর্ভোগে রয়েছে। অধিক ডাম্পার চলাচলের জন্য স্থানীয় সচেতন মহল ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছে। সচেতন মহলের দাবী, দ্রুত গাড়ি ড্রাইভারদের লাইসেন্সের আওতায় আনা হোক। নুতন সড়ক আইন দ্রুত বাস্তবায়ন করা হোক। এতে সরকার পাবে কোটি টাকা রাজস্ব আমরা ফিরে পাবো সড়কে শৃঙ্খলা।
সেই সাথে সাথে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

সুন্দরবনটাইমস.কম/নূর ইসলাম বাবু

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক