কালিগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০ | আপডেট: ১১:৪৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

নূর ইসলাম বাবু, কালিগঞ্জ(সাতক্ষীরা):
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট সাতক্ষীরা, ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২৫-২৭ ফেব্রুয়ারী তিন দিনব্যাপী কৃষি মেলা ২৫শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় ফিতা কেটে উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী। উদ্বোধন উপলক্ষে এক বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা নিবার্হী কর্মকর্তার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং মুজিববর্ষে মেলায় বিশেষ আকর্ষণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি’র পাশে দাঁড়িয়ে ছবি তোলেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুহুল আমিন। কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন প্রমূখ। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজ কুমার মন্ডল, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, নবযাত্রার ভারপ্রাপ্ত অফিস ম্যানেজার লিনা হেলেনা গোমেজ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ সহকারী কৃষি কর্মকতা আবুল শামসুজ্জামান সিদ্দিক, গীতা পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নিতাই চন্দ্র মন্ডল। মেলা উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি, কৃষক, এনজিও প্রতিনিধি, সুধীমন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলায় কৃষি পণ্য ও কৃষি উৎপাদন সহ ২০টি স্টল ছিল। তিন দিনব্যাপী কৃষি মেলায় প্রথম দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি পুরষ্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপনী ঘোষণা করা হবে।

সুন্দরবনটাইমস.কম/সংবাদদাতা

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক