ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় আকিব: দোয়া প্রার্থী

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ | আপডেট: ৩:২১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
দেবহাটা উপজেলার সখিপুর দীঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। আকিব দেবহাটা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মির্জা মুহসিন আলি ও নিলুফা ইয়াসমিন দম্পত্তির ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সে এর আগে পিএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) লাভ করেছিল। মির্জা আল মুনজির (আকিব) সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে পিএসসি পরীক্ষায় সর্বমোট ৫৭৩ নম্বর অর্জন করে। এই সফলতার জন্য সে তার বাবা, মা ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলে জানিয়েছেন।
ভবিষ্যতে আকিব ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক। সহকারী অধ্যাপক মির্জা মুহসিন আলি তার ছেলে মির্জা আল মুনজির (আকিব) এর জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক