বড়দলে ক্রিকেট টুর্ণামেন্টে রাজাপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ও অন্যান্য সংবাদ

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০ | আপডেট: ১১:১৭:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০

বড়দলে ক্রিকেট টুর্ণামেন্টে রাজাপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা):

আশাশুনি উপজেলার বড়দলে ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় রাজাপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বড়দল আফতাব উদ্দীন কয়েজিয়েট স্কুল মাঠে এখেলা অনুষ্ঠিত হয়।
খেলায় আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের রাজাপুর ক্রিকেট একাদশ ও পাইকগাছা উপজেলার চাঁদখালী তরুণ সংঘ ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। রাজাপুর ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাট করতে নেবে ৪ উইকেটে ২২৮ রান সংগ্রহ করে। জবাবে চাঁদখালী তরুণ সংঘ ক্রিকেট একাদশ সবকয়টি উইকেট হারিয়ে ১৯৮ রান করতে সক্ষম হয়। ফলে রাজাপুর ৩০ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় আম্পায়ার ছিলেন, শাহাদাত হোসেন ও নাসির উদ্দীন। ধারাভাষ্যে ছিলেন, মফিজুল ইসলাম শারাফাত, আহাদ উল্লাহ সানা, আশরাফুল ইসলাম, আবু রায়হান রাজ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ ও ট্রফি তুলেদেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা। এর আগে খেলাটি উদ্বোধন করেন, ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন ঢালী। বড়দল আফতাব উদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কলেজের বর্তমান অধ্যক্ষ ড. শিহাব উদ্দীন, চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, সহকারি প্রধান শিক্ষক তরুণ কান্তি সানা প্রমুখ।

দরগাহপুর মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদারাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা আলহাজ্ব শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি ও ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ মতলুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিক্ষক আমির আলী। স্বাগতম বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুফতি মুহাম্মাদ রিয়াজুল ইসলাম। শিক্ষক মাহবুবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক এটিএম ওলিউল্লাহ, এমএ নেওয়াজ ও বাগদাদিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ছাত্র-ছাত্রীদের মধ্যে আল-মামুন, শাহিনুর রহমান ও আয়শা সিদ্দিকী বক্তব্য রাখে। অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ মতলুবর রহমান ছাত্র-ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় দরগাহপুর প্রেসক্লাব’র সভাপতি শেখ হিজবুল্লাহসহ মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শিক্ষক মাওলানা আব্দুল হাকিম।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক