বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্টিত

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ৬, ২০১৯ | আপডেট: ২:৫৪:অপরাহ্ণ, মে ৬, ২০১৯

সাতক্ষীরা সংবাদদাতা:
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং ক্যলাণ ট্রাষ্টে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সোমবার সাড়ে ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এএএম ওজায়েরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক আলহাজ্ব মাও. আলতাফ হোসেন, সহ-সভাপতি মাও. আবুল হাসান, সদর উপজেলা সাধারন সম্পাদক মাও. জালাল উদ্দীন, জেলা অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, মাও.মোসলেম উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল-২০১৯ তারিখে শিক্ষা মন্ত্রানালয়ের এক স্মারকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং ক্যলাণ ট্রাষ্টে ৬ শতাংশের স্থলে ১০ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বক্তারা এ সময় অতিরিক্ত এই ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের জোর দাবী জানান।
মানব বন্ধন শেষে তারা সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক