বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মে ২, ২০১৯ | আপডেট: ১:০৩:অপরাহ্ণ, মে ২, ২০১৯

সাতক্ষীরা সংবাদদাতা:
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং ক্যলাণ ট্রাষ্টে অতিরিক্ত ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করন লিয়াজোঁ কমিটি সাতক্ষীরার আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সংগঠনটির সাতক্ষীরা শাখার আহবায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব বিএম শামসুল হক, রেজাউল করিম, আব্দুর রাজ্জাক, আমিনুর রহমান, নাসরিন খান লিপি, আমিনুর রহমান উল্লাস, মিজানুর রহমান, মোঃ আব্দুল্লাহ, ঈদুজ্জামান ইদ্রিস প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল-২০১৯ তারিখে শিক্ষা মন্ত্রানালয়ের এক স্মারকে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড এবং ক্যলাণ ট্রাষ্টে ৬ শতাংশের স্থলে ১০ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বক্তারা এ সময় অতিরিক্ত এই ৪ শতাংশ চাঁদা কর্তনের প্রজ্ঞাপন বাতিলের জোর দাবী জানান।
মানব বন্ধন শেষে তারা সাতক্ষীরার জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক