বেদে সম্প্রদায়ের ঘরে খাবার নিয়ে হাজির তালার এসিল্যান্ড

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০ | আপডেট: ৮:৪২:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২০
মোঃ সাইদুজ্জামান শুভ:
কুমিরা ইউনিয়নের কপোতাক্ষ নদীর পাড়ে আশ্রয় নেওয়া বেদে সম্প্রদায়ের মাঝে খাবার বিতরণ করেছেন তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি খন্দকার রবিউল ইসলাম।
 
সাতক্ষীরা জেলার, জেলা প্রশাসক মহোদয়ের কাছে জনৈক ব্যক্তি ফোন দিয়ে জানান, পাটকেলঘাটা ব্রিজের নিচে কপোতাক্ষ নদীর পাড়ে বেদে সম্প্রদায়ের লোক আশ্রয় নিয়েছে যাদের ঘরে কোনো খাবার না থাকায় চুলা জ্বলছে না। জেলা প্রশাসক মহোদয় তখনই সংবাদটি  উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি  সহকারী কমিশনার ভূমি খন্দকার রবিউল ইসলাম উপজেলা থেকে খাবার নিয়ে ঘটনাস্থলে হাজির হন । 
 
কিন্তু নদীর অন্য পাশে পৌঁছা সহজ ছিল না। নেই রাস্তা, তাই ব্রীজ থেকে নেমে এক কিলোমিটার হেঁটে সাথে খাবার প্যাকেট নিয়ে কুমিরা ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে নিয়ে হাজির হলেন  ঘর গুলোর মধ্যে। সকল ঘরে পৌঁছে দিলেন খাবার। প্যাকেট গুলোর মধ্যে সপ্তাহখানেক খাওয়ার মত খাবার চাল ডাল তেল আলু আর সাবান। খাবারগুলো পেয়ে তাদের আনন্দ চোখ ছলছল করছিল। সকলে ধন্যবাদ জানায় জেলা প্রশাসক, তালা উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড কে। 

 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক