বিজয়ী নিশান

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

বিজয়ী নিশান
…………..মো: মহাসিন হুসাইন……………

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

হয়েছি স্বাধীন আজ আমি,
পেয়েছি তাই স্বাধীনতা।
বাংলা মায়ের সন্তান আমি,
নাই তাই মোর মনে ব্যাথা।

কত ভাই হয়েছিলো শহীদ,
খালি হয়েছিলো কত মায়ের কোল।
তবুও আনিবে ছিনিয়ে বিজয়,
মনে ছিলো তাদের এই বল।

দীর্ঘ নয় মাস যুদ্ধের পর,
পূর্ণ ভ’মি করেছিলো স্বাধীন।
পবিত্র মনে বিজয়ী নিশান,
উড়িয়ে ছিলো সবাই সে দিন।

যারা আজ কলংকিত করেছে,
সোনার বাংলার এই পতাকা।
স্তদ্ধ করে দাও তাদের,
হাতে রেখে হাত’ হয়ে একতা।

ত্রিশ লক্ষ শহীদের রক্তে,
হয়েছিলো যে নিশান আঁকা।
বুকের মাঝে আগলে রাখবো,
লাল-সবুজের এই পতাকা।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/কবিতা/কবি: মো: মহাসিন হুসাইন/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক