বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ৯:৩৫:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এসএম মনিরুল হাসান বাপ্পি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ, জেলা ছাত্রদলের সভাপতি এমএ মান্নান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন সহ নেতৃবৃন্দের নামে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পাইকগাছা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষক দল ও জাসাস এর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা অবিলম্বে নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ২৫৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি