বাগেরহাটের মোল্লাহাটে অভিযান চালিয়ে এজহারভুক্ত পলাতক আসামী আটক করেছে র্যাব-৬ প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০ | আপডেট: ১০:১৬:পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০ বাগেরহাটের মোল্লাহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এজহার ভুক্ত পলাতক এক আসামীকে আটক করেছে র্যাব-৬ খুলনা। আটক আসামীর নাম কালু শেখ-৩৫ সে মোল্লাহাটের গাংনির আরজ আলীর পুত্র।একটি চুরি মামলায় সে পলাতক ছিল। র্যাব সুত্রে জানাযায়,গতকাল ২৭ নভেম্বর র্যব-৬ (স্পেশাল কোম্পানী)খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাংনিতে অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর নামে বাগেরহাটে আদালতে মোল্লাহাট থানা এজহার ভুক্ত ৪৫৭/৩৮০ পেনাল কোড ১৮৬০ তারিখ ১১/৮/২০২০ তারিখে ০৪ নং একটি মামলা রজু রয়েছে এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্নগোপন করে থাকার পর অবশেষে র্যাব তাকে ধরতে সক্ষম হয়।পরে তাকে মোল্লাহাট থানায় হস্তান্তরের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়। সংবাদটি ২৪৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে