ফ্রান্সে মহানবী(সা:) কে নিয়ে বাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পাটকেলঘাটায় প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০ | আপডেট: ১২:৪৪:অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০
ফ্রান্সে মহানবী(সা:) কে নিয়ে বাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পাটকেলঘাটায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত নবীপ্রেমী জনতা।

মহানবী হযরত মুহাম্মদ(সা:) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অবমাননার প্রতিবাদে এবং বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ফ্রান্স সরকারের ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরার পাটকেলঘাটায় র‌্যালী, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রবিবার(১লা নভেম্বর) সকাল ১০টায় ওলামা মাশায়েখ ও পাটকেলঘাটা সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে র‌্যালীটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তা মোড়ে এসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফ্রান্সে মহানবী(সা:) কে নিয়ে বাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে র‌্যালী
পাটকেলঘাটা ছিদ্দিকীয়া ক্বওমিয়া মাদরাসার মুহ্তামিম হযরত মাওলানা মনিরুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম, মুফতি সাইফুল্লাহ, আব্দুর রব পলাশ, হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, সাবেক ছাত্র নেতা শহ-আলম।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হক।

এ সময় বক্তারা ফ্রান্সের সকল পন্য বয়কটেরও আহবান জানান। সাথে সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এহেন ঘটনার জন্য নিন্দা প্রস্তাব গ্রহনের জোর দাবিও জানান।

র‌্যালী, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার হাজার হাজার নবীপ্রেমী জনতা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স