পাটকেলঘাটা বাজারের পুরাতন জনতাব্যাংক রোডের বেহাল দশা

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯ | আপডেট: ৯:৪০:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মোঃ মুজিবুর রহমান:
অল্প বৃষ্টিতে পাটকেলঘাটা বাজারের বিভিন্ন রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে। বাজারের ড্রেনেজ ব্যবস্থা সচল না থাকার কারনে এরুপ পরিবেশ তৈরী হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সাতক্ষীরার ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা সদরে অপরিকল্পিতভাবে দোকান ঘর তৈরীর ফলে রাস্তাগুলো সংকুচিত হয়ে জনসাধারনের চলাচলের অসুবিধা হচ্ছে। বিশেষ করে পুরাতন জনতাব্যাংক রোডের কপোতাক্ষ নদের ধার দিয়ে চলমান রাস্তায় কাদা পানি জমে দূর্গান্ধের সৃষ্টি হয়েছে। যেখানে পানি জমে মশার জন্ম হচ্ছে। পাশে বসবাসরত লোকজনকে জীবনের ঝুকি নিয়ে বসবাস করতে হচ্ছে।
বসবাসরত বরুন, কালিপদ, আব্দুরহিম, কার্ত্তিক জানায়, আমরা দূর্গান্ধের মধ্যে অত্যন্ত কষ্টে জীবনযাপন করছি। প্রতি বছর রাস্তার এরুপ চিত্র থাকলেও আজও তার কোন পরিবর্তন হয়নি। রাস্তাটিতে কাঁদাপানি জমে থাকার কারনে কোন যানবাহনও চলাচল করতে পারছে না। ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। সকল দিক বিবেচনা করে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন বলে এলাকাবাসির দাবি।

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক