পাটকেলঘাটা দক্ষিন বিলে পানি নিষ্কাষনে নেট পাটা অপসারন

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০ | আপডেট: ১২:৫৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
পাটকেলঘাটা দক্ষিন বিলের পানি নিষ্কাষনের পথে পথে নেটপাটা দিয়ে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় অনেক বোরো বীজতলা পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান ও ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে চান্দার খালের মুখ হতে জনেকের বাড়ি পর্যন্ত ২২টি পয়েন্টে নেটপাটা অপসারন করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন খালের শেষ জনেকের বাড়ির নিকট শেওলা ও পলি জমে পানি চলাচলে বাধা হয়ে দাড়িয়েছে। পলি অপসারন করলে পানি চলাচলের পথ সুগম হবে। এছাড়া সরুলিয়া হতে তেয়াশিয়া খালের বিভিন্ন পয়েন্টে শেওলা ও পলি জমে আছে বর্ষা মৌসুমের আগেই এ সকল খালে পানি চলাচলের পথ সুগম না করলে একটু বৃষ্টিতেই এলাকা প্লাবিত হবে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

 

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক