পাটকেলঘাটা কলেজে শহীদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন পালন

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯ | আপডেট: ১০:৪৯:অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৯

ডেক্স রিপোর্ট:
পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজে শহীদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টম্বর) সকাল ৯.৩০ মিনিটে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক সুব্রত কুমার দাশের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল গফ্ফার, অধ্যাপক স. ম. আতিয়ার রহমান, অধ্যাপক আব্দুস সোবহান, অধ্যাপক সরদার নুরুল ইসলাম, অধ্যাপক আনন্দ মোহন মন্ডল, অধ্যাপক নাজমুল হক, অধ্যাপক রহিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ১৫ ই আগষ্ট শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক আব্দুল মালেক শেখ। অনুষ্ঠান শেষে জন্মদিনের কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়। এদিকে বৃহস্পতিবার কলেজে ২০৬ নং কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহিদ শেখ রাসেলের ৫৫ তম জন্মদিন উপলক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত হয়। কলেজের অধ্যাপক ফকির আহমদ শাহ, অধ্যাপক বিপ্লব কুমার ভদ্র ও অধ্যাপক নাজমুল হকের পরিচালনায় উক্ত কুইজ প্রতিযোগীতায় ৫ জন শিক্ষার্থীকে বাছাই করে তালা উপজেলা প্রশাসনের উদ্যেগে অনুষ্টিত প্রতিযোগীতায় অংশ গ্রহণের জন্য পাঠানো হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/নাজমুল হক খান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক