পাটকেলঘাটা কপোতাক্ষ নীলিমা ইকোপার্কে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০ | আপডেট: ১:১৩:অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২০

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারাদেশব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

বুধবার সকাল ১০টায় পাটকেলঘাটা কপোতাক্ষ নীলিমা ইকোপার্কে বনায়ন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা বনসংরক্ষণ সামাজিক বনাঞ্চল যশোরের মোল্যা রেজাউল করিম, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সাজ্জাদুজামান, সাতক্ষীরা সহকারী বন কর্মকর্তা অমিতা মন্ডল, সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মারুফ বিল্লাহ, তালা উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ মুর্শেদ, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। উপজেলা সামাজিক বনায়ন কেন্দ্র তালার আয়োজনে অনুষ্ঠানে চারারোপন ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স