পাটকেলঘাটায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে গনহত্যা দিবস পালিত

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯ | আপডেট: ৮:৩৯:অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

পাটকেলঘাটা(সাতক্ষীরা) সংবাদদাতা:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরার পাটকেলঘাটা পারকুমিরা গনহত্যা দিবসটি বিভিন্ন কর্মসূচী মধ্যদিয়ে পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯.৩০মিনিটে শহীদ বেদীতে পুস্পমাল্য প্রদান করেন তালা উপজেলা প্রশাসন, তালা উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড তালা, জেলা কৃষকলীগ, পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়, পাটকেলঘাটা কলেজ, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, তালা উপজেলা ছাত্রলীগ, বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণসহ বিভিন্ন সংগঠন। এরপর আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, শহীদ পরিবারের সন্তানদের সম্মননা স্বারক প্রাদান করা হয়। গনহত্যা দিবস উৎযাপন কমিটির আহ্বায়ক তালা উপজেলা আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক এড. শেখ আব্দুস সামাদের সভাপতিত্বে ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি সম আতিয়ার রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সন্তান পারকুমিরা গনহত্যা সংরক্ষন কমিটির সভাপতি ও তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, তালা সহকারী কমিশনার(ভ‚মি) অনিমেশ বিশ্বাস, জেলা কুষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, পাটকেলঘাটা অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, খলিশখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা শেখ জহরুল হক, তালা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান সুমন, তালা উপজেলা সহকারী অধ্যাপক আসাদুল হক প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭১সালের ২৩এপ্রিল পারকুমিরা নামক স্থানে ৭৯জন গ্রামবাসীকে পাকসেনারা সেদিন ব্রাশ ফায়ার করে হত্যা করে। এর মধ্যে ৪৯জনের লাশ পারকুমিরার বধ্যভূমিতে মাটি চাপা দিয়ে রাখা হয়।

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবুর রহমান/পাটকেলঘাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক