পাটকেলঘাটায় জনতার হাতে ভূয়া সি.আই.ডি পুলিশ আটক

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২ | আপডেট: ১০:১০:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২
পাটকেলঘাটায় জনতার হাতে ভূয়া সি.আই.ডি পুলিশ আটক আছাদুল ইসলাম রুবেল(২৪)।
জনতার সাথে সি. আই.ডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে আটক হয়েছে এক যুবক । সোমবার(২১ মার্চ) সন্ধ্যায় তাকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার ত্রিশমাইল নামক স্থান থেকে আটক করা হয়।
 
আটককৃত যুবকের নাম আছাদুল ইসলাম রুবেল(২৪)।  সে সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুর ছামাদের ছেলে।
 
পাটকেলঘাটা থানার সহকারি উপ-পরিদর্শক নারায়ন চন্দ্র মন্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যায় ত্রিশমাইল এলাকায় জনৈক এক সেনা কর্মকর্তার সাথে সি.আই.ডি পুলিশ পরিচয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ওই যুবক । 
 
এক পর্যায়ে সে তার কাছে থাকা পুলিশের ওয়াকিটকি বের করে । এসময় বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানায়,  রুবেল পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়। ইতিপূর্বে সে জেলার বাইরে  বেশ কয়েকবার জনতার হাতে গনধোলাই সহ কারাবরন করেছে। বর্তমানে তার নামে দুটি মামলা রয়েছে। 
 
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন রায় জানান, রুবেল নামে এক ভূয়া সি.আই.ডি পুলিশকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ওয়াটকি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায়  তার বিরুদ্ধে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
 
 
কিশোর কুমার/ডেক্স
 

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স