পাটকেলঘাটায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু  

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০ | আপডেট: ৮:২৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

কোভিড-১৯ আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ফজিলা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে সাতক্ষীরা জেলায় আজ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। 

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর)  রাত ১ টার দিকে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু ফজিলা বেগম সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার নূর আলীর স্ত্রী ।   সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।   

 

তিনি আরও জানান,জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে গত (২৫ আগষ্ট) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন ফজিলা বেগম। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১ টার দিকে তিনি মারা যান।   

 

মেডিকেল অফিসার ডা.মানস কুমার মন্ডল আরও জানান, স্বাস্থ্য বিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।  

সাতক্ষীরা সিভিল সার্জন আফিসের তথ্য মতে, কোভিড আক্রান্ত হয়ে জেলায় আজ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স