পাটকেলঘাটায় এক মাদক সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯ | আপডেট: ১১:২৫:অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯

মোঃ সাইদুজ্জামান শুভ:
সাতক্ষীরার পাটকেলঘাটায় এক মাদকসেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, শনিবার(১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় থানার কাজিয়াডাঙ্গা গ্রাম থেকে চোমরখালী গ্রামের মনোরঞ্জন রায় এর পুত্র মাদকসেবী শ্রী কমল চন্দ্র রায়(৪২) কে মাদকাসক্ত অবস্থায় পাটকেলঘাটা থানা পুলিশ আটক করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পরে তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল রবিউল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর’১৯ তারিখে কমল রায় স্ত্রী শ্বাশুড়ীসহ খলিষখালী ইউনিয়ন পরিষদে হাজির হয়ে তার মদখাওয়া সরকারী লাইসেন্স (যা স্বারাষ্ট্রমন্ত্রনালয় থেকে ইস্যুকৃত) ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমানের কাছে তুলে দেন এবং জীবনে আর মাদক সেবন করবেন না বলে জানান। কিন্তু লাইসেন্স জমা দেওয়ার পরও প্রতিনিয়ত মাদক সেবক যেন তার অভ্যাসগত হয়ে আছে। তাছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময় মাদক সেবন করে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সাঙ্গে দূর্ব্যবহার করার অভিযোগও রয়েছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/মোঃ সাইদুজ্জামান শুভ/ভ্রাম্যমাণ প্রতিবেদক/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক