পাটকেলঘাটায় এক প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০ | আপডেট: ১:৫৩:অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ১২টি ওয়ারেন্টভূক্ত একজন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।  গ্রেফতারকৃত ঐ ব্যক্তি থানার বড়বিলা গ্রামের রুহুল কুদ্দুস কারিকরের ছেলে এস এম শামসুজ্জেহা আবির (৩৬)।
 
পুলিশ সুত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি  হজ্জ ও ওমরাহের কথা বলে বিভিন্ন জেলার লোকদের কাছ থেকে  দীর্ঘদিন যাবত অর্থ আত্নসাৎ করে আসছিল এবং  বিভিন্ন মামলার  ওয়ারেন্টে পলাতক ছিল।
 
গতকাল বুধবার(৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে নড়াইল জেলার কলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সি,আর- ৩০১/১৭,  সি,আর- ৩৯০/১৬, সি,আর- ৩৪২/১৬, সি,আর- ৮১/১৮(পাট), সি,আর-০৫/১৭(পাট), সি,আর- ৩১/১৯(তালা), ৯৬৪/১৬, ২৬/১৯, ৯২/১৯(পাট), সি,আর-০৫/১৭(পাট), ৪২৪/১৯, ৩১/১৯ পাটকেলঘাটা থানা  সহ বিভিন্ন থানায় মোট ১২টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।
 
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ গ্রেপ্তারের বিষয়টি  নিশ্চিত করে জানান,  আজ বৃহস্পতিবার(৮ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 
 
কেকে/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স