পাটকেলঘাটার দলুয়া বাজারে দোকান ঘর ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯ | আপডেট: ১১:৩২:অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রিপন হোসাইন, পাটকেলঘাটা:
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার দলুয়া বাজারে জোরপূর্বক দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়ার ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় পাটকেলঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধুকুড়িয়া গ্রামের মৃত সুবোল সরকারের নিরিহ পুত্র দোকান মালিক চিত্র রজ্ঞন সরকার(৪৭)।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করে বলেন, থানার আশাননগর মৌজার এস এস ১৫ খতিয়ানের সাবেক দাগ ৭৪ হাল দাগ ১৯৪ জমি ৩২ শতকের মধ্যে ১০ শতক খরিদ সূত্রে প্রাপ্ত হয়ে দোকান ঘর নির্মাণ পূর্বক শান্তিপূর্ন ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমতবস্থায় বুধবার সকাল ৭টা দিকে একই গ্রামের প্রতিপক্ষ ভুলু বাছাড়ের পুত্র জবরদখলকারী অজিত বাছাড় (৪০) এর নেতৃত্বে ১০/১২ জন অস্ত্রসস্ত্রে দোকানের তালা ভেঙ্গে ঘরে ঢোকে। এসময় সন্ত্রাসীরা দোকানের যাবতীয় মালামাল ও ঘরের টিন দরজা জানালা এবং বাশখুটি ভেঙ্গে লুতপাঠ করে নিয়ে যাবার সময় বাধা দিলে দোকান মালিককে মারপিঠ করে আহত করে। এছাড়া দোকানের পাশে রোপন কৃত বিভিন্ন প্রজাতির গাছ-গাছালী কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: রিপন হোসেন/পাটকেলঘাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক