পাটকেলঘাটার খলিষখালীতে মাতৃত্বকালীন ভাতার কার্ড প্রকাশ্যে করা হলো

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মাহফুজুর রহমান মধু:

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে প্রকাশ্য মাতৃত্বকালীন ভাতা প্রদানের জন্য তালিকা যাচাই বাছাই করা হয়েছে।।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ তালিকা যাচাই বাছাই করা হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন উপস্থিত থেকে তালিকা যাচাই বাছাই এর কাজ তদারকি করেন।
এ সময় তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি, খলিশখালী ইউনিয়ন খলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর রহমান,তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গর্ভবতী ভাতার জন্য নাম লেখাতে বিপুল সংখ্যক নারী সেখানে উপস্থিত হন। এর মধ্য থেকে ৭৯ জন নারীর তালিকা প্রনন করা হয়।
এর আগে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রকাশ্যে তালিকা যাচাই-বাছাই এর জন্য মাইকসহ ব্যাপক প্রচারণা চালানোর হয়।
গর্ভবতী নারীরা আর্থিকভাবে সহায়তা পাবেন। প্রকাশ্য তালিকা যাচাই বাছাই করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

 

 

সুন্দরবনটাইমস.কম/মাহফুজুর রহমান মধু/নিজস্ব সংবাদদাতা/পাটকেলঘাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক