পাটকেলঘাটার খলিষখালীতে আরও এক গৃহবধু করোনা সনাক্ত: ১০ বাড়ি লকডাউন

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২০ | আপডেট: ৩:৩৬:অপরাহ্ণ, জুন ৮, ২০২০
সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার  খলিষখালীতে ১ দিনের ব্যবধানে ২ জন গৃহবধুর করোনা সনাক্ত হয়েছে বলে জানা গেছে । সোমবার (৮জুন)  তালা উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন।  আক্রান্ত  ঐ গৃহবধু থানার খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামের আলামিন শেখের স্ত্রী আসমা বেগম(২৩)।
 
জানা যায়, বেশ কিছুদিন যাবত আসমা বেগম জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। গত তিনদিন আগে তিনি চিকিৎসার জন্য সাতক্ষীরার মেডিকেল কলেজে  চিকিৎসার জন্য যান। সেখানে তার  নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসি আর ল্যাবে পাঠান হয়। আজ সকালে তার রেজাল্ট পজেটিভ আসলে পুলিশ তার বাড়ি সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষনা করে।
 
খলিষখালী ক্যাম্প  ইনচার্জ এসআই নিখিল বিশ্বাস জানান, আক্রান্ত  ঐ গৃহবধুর বাড়ি সহ ১০টি বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে। এছাড়া  এলকায় গন সচেতনায় নানা রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিশেষে তিনি বলেন,  যে কোন পরিস্তিতে জনগনের সুরক্ষায় ও জানমালের নিরাপত্তায় পুলিশ সবসময় পাশে আছে।

আপনার মতামত লিখুন :

কিশোর কুমার। নিজস্ব প্রতিবেদক। পাটকেলঘাটা, সাতক্ষীরা