পাইকগাছা পৌরসভার সরকারি খাল ও জিরোপয়েন্ট এলাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ | আপডেট: ৯:২৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০
এস্কেভেটর দিয়ে পাইকগাছা পৌর এলাকার সরকারি খাল উদ্ধার ও জিরোপয়েন্ট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও এসিল্যান্ড মুহাম্মদ আরাফাতুল আলম।

 এবার এস্কেভেটর দিয়ে পাইকগাছা পৌরসভার সরল এলাকার ভরাটকৃত পানি সরবরাহের সরকারি খাল সম্পূর্ণ উদ্ধার ও জিরোপয়েন্ট এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন উপজেলা প্রশাসনের দুই কর্মকর্তা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম এস্কেভেটর নিয়ে খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে নামেন। প্রথমে ৪নং ওয়ার্ডের সরল এলাকার আইনজীবী কর্তৃক ভরাটকৃত পানি সরবরাহের খাল সম্পূর্ণ উদ্ধার করে পানি নিষ্কাসনের সু-ব্যবস্থা করেন।

এরপর জিরোপয়েন্ট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের প্রধান সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। প্রশাসনের এ দুই কর্মকর্তার সাহসী পদক্ষেপের ফলে একদিকে উদ্ধার হয় এলাকার পানি সরবরাহের সরকারি খাল। অপরদিকে উচ্ছেদ হয় সড়কের পাশে সরকারি জায়গার ওপর দীর্ঘদিন গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। অবৈধ এ স্থাপনা উচ্ছেদের ফলে জিরোপয়েন্ট এলাকার যানজট অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন এলাকাবাসী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক ব্যবসায়ীকে ১৫দিনের খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ।

এদিকে এ উচ্ছেদের ফলে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ীকে তাদের স্থাপনা ও দোকানপাট সরিয়ে নেওয়ায় পরবর্তী ব্যবসায়ীক কার্যক্রম শুরু করতে বেশ কিছুদিন সময় লাগতে পারে এমনটি ভেবে এদিন বিকালে জিরোপয়েন্ট এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক ব্যবসায়ীকে ১৫ দিনের খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, শ্রমিকনেতা হারুন অর রশিদ হিরো, শেখ জাহিদুল ইসলাম ও শেখ মিথুন মধু। সরকারি খাল উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করায় প্রশাসনের সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা