পাইকগাছা উপজেলা মনিটরিং কমিটির ষ্মান-মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০ | আপডেট: ১০:০৮:অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
পাইকগাছা উপজেলা মনিটরিং কমিটির সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

পাইকগাছা উপজেলা মনিটরিং কমিটির ষ্মান-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় এর আওতায় বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মশিগশি কার্যক্রম খুলনার সহকারী প্রকল্প পরিচালক পর্ণা রায় চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা খান মুহাম্মদ আলমগীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার ও ফিল্ড সুপার ভাইজার পল্লব কুমার কুন্ডু।

সভায় ৩৯টি কেন্দ্রের স্থলে আরো ৫০টি কেন্দ্র বাড়ানো, চাইল্ডস সাইক্লোজিস্ট অন্তর্ভূক্তকরণ ও যে সব গ্রাম সুবিধার আওতায় নেই সে সব গ্রাম চিহ্নিত করণ সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা