পাইকগাছায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামী গ্রেফতার প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১ | আপডেট: ৭:৫০:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২১ পাইকগাছা থানা পুলিশ বিশেষ অভিযানে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি সহ ৫ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে। আটককৃতদের রোববার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানাগেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাইকগাছা থানা পুলিশ অভিযান চালায়। এসময় হরিঢালী ইউনিয়নের দেয়াড়া গ্রামের নুরুল ইসলাম ফকিরের ছেলে ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করে। পরে সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়ার জেহের আলীর ছেলে মাহবুর গাজী (৪০), রাড়ুলী ইউনিয়নের বোরানপুর গ্রামের মৃত জুনা তাওয়ালীর ছেলে খানজু তাওয়ালী, মকসেদ গাজীর ছেলে সালাম গাজী (৩০) চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের জাহান আলীর ছেলে রুহুল আমিন সরদারকে গ্রেফতার করে।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিরা দীর্ঘদিন পালিয়ে ছিল। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়। রোববার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। সংবাদটি ৩৩৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি