পাইকগাছায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় হয়রানীমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে ঘোষাল গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ফরহাদ নেওয়াজ শিমুর পক্ষে একই এলাকার মৃত গাজী মোকছেদুর রহমানের ছেলে কামাল আহমেদ শহীদ নেওয়াজ টিপু গাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিএম সাইদুর রহমান সাইদ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, টিপু গাজী একজন প্রতারক ও মামলাবাজ। তিনি ডাঃ রবিউল ইসলাম সহ একাধিক ব্যক্তির নিকট সম্পত্তি বিক্রি করে দখল বুঝে না দিয়ে অবৈধভাবে সেই সম্পত্তি সহ আপন ছোট ভাইয়ের যাবতীয় সম্পত্তি অবৈধভাবে ভোগ দখলের চেষ্টা করছে। তার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট ভাই টনি গাজী তার যাবতীয় পৈত্রিক সম্পত্তি রক্ষার্থে শিমুর নামে ডিড করে দেয়। ডিড মুলে উক্ত সম্পত্তিতে শিমু গাজীর পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে মৎস্য ও সবজি চাষ করে আসছে। শিমু গাজীর ঘোষাল, কুলতলা, কচুবুনিয়া ও বাসাখালী মৌজায় পৈত্রিক ও ডিডকৃত সম্পত্তিতে পৃথক ৪টি মৎস্য লীজ ঘের রয়েছে। যার কেয়ারটেকার হিসেবে একই এলাকার মৃত শাহজুদ্দীন গাজীর ছেলে জিএম সাইদুর রহমান সাইদ দায়িত্ব পালন করে আসছে। উক্ত সম্পত্তি ও লীজ ঘের টিপু গাজী ও তার লোকজন দীর্ঘদিন অবৈধ ভোগ দখলের পায়তারা করে আসছে। টিপু ও তার লোকজনের অবৈধদাবী না মানায় টিপু গাজী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও আওয়ামী লীগনেতা ফরহাদ নেওয়াজ শিমু ও কেয়ারটেকার সাইদের বিরুদ্ধে খুলনা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (অঞ্চল ‘ক’) ৮৩৮/১৯নং মিথ্যা হয়রানীমূলক মামলা দায়ের ও খুলনা প্রেসক্লাবের বানোয়াট সাংবাদিক সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব ঘটনার তীব্র প্রতিবাদ ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করা হয়।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা