পাইকগাছায় স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় দম্পত্তি আটক প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১ | আপডেট: ৮:১২:অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২১ পাইকগাছায় স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় অপহরণকারীর পিতা-মাতাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানার ওসি জিয়াউর রহমান জানান, গত ৫ নভেম্বর পৌর এলাকা থেকে ১০ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় রোববার রাতে পাইকগাছা ও বাঘারপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের পরিতোষ দেবনাথ ও তার স্ত্রী নমিতা দেবনাথকে আটক করা হয়। আটক দম্পত্তি অভিযুক্ত সুব্রত দেবনাথের পিতা-মাতা। এ ঘটনায় ৯ নভেম্বর অপহৃত স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে ৪ জনকে আসামী করে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে। সংবাদটি ৩৫৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি