পাইকগাছায় রাসেল হত্যা মামলার বাদী ও সাক্ষীকে হুমকি : থানায় জিডি

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯ | আপডেট: ৮:৪২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় রাসেল হত্যা মামলা তুলে নেয়া ও সাক্ষীদের সাক্ষী না দেয়ার জন্য বাদী ও সাক্ষীদের চাপ সৃষ্টির অভিযোগে থানায় জিডি হয়েছে। মামলার বাদী নিহত রাসেলের মা কোহিনুর বেগম বাদী হয়ে মঙ্গলবার পাইকগাছা থানায় মামলার অন্যতম আসামী মঠবাটী গ্রামের আলী মোল্লার ছেলে আজু মোল্লার নামে এ ডায়েরী করেন। যার নং- ১৩৭৮, তাং- ২৫/০৯/২০১৯ইং। জিডিতে উল্লেখ করা হয়েছে, আজু মোল্লা, বাদী কোহিনুর বেগমকে মামলা তুলে নেয়ার জন্য ও সাক্ষী শামীমকে আদালতে সাক্ষী না দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ এপ্রিল নতুন বাজারে রাস্তার উপর প্রকাশ্য দিবালোকে রাসেলকে পিটিয়ে হত্যা করা হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক