পাইকগাছায় রাসেল হত্যা মামলার বাদী ও সাক্ষীকে হুমকি : থানায় জিডি প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯ | আপডেট: ৮:৪২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় রাসেল হত্যা মামলা তুলে নেয়া ও সাক্ষীদের সাক্ষী না দেয়ার জন্য বাদী ও সাক্ষীদের চাপ সৃষ্টির অভিযোগে থানায় জিডি হয়েছে। মামলার বাদী নিহত রাসেলের মা কোহিনুর বেগম বাদী হয়ে মঙ্গলবার পাইকগাছা থানায় মামলার অন্যতম আসামী মঠবাটী গ্রামের আলী মোল্লার ছেলে আজু মোল্লার নামে এ ডায়েরী করেন। যার নং- ১৩৭৮, তাং- ২৫/০৯/২০১৯ইং। জিডিতে উল্লেখ করা হয়েছে, আজু মোল্লা, বাদী কোহিনুর বেগমকে মামলা তুলে নেয়ার জন্য ও সাক্ষী শামীমকে আদালতে সাক্ষী না দেয়ার জন্য চাপ সৃষ্টি করছে। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ এপ্রিল নতুন বাজারে রাস্তার উপর প্রকাশ্য দিবালোকে রাসেলকে পিটিয়ে হত্যা করা হয়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি