পাইকগাছায় মাস্ক ব্যবহার না করায় ২৫ ব্যক্তিকে অর্থদন্ড, আটক-৩ প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ | আপডেট: ৭:৪৪:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ পাইকগাছায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। শীতে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে কঠোর অবস্থান নিয়েছেন পাইকগাছা উপজেলা প্রশাসন। ঘরের বাহির হলেই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। এসব কোর্ট পরিচালনার মাধ্যমে একদিকে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদেরকে অর্থদন্ড প্রদান করা হচ্ছে। অপর দিকে সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যবিধি অনুসরণ করেই ধর্মীয় অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠান সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন করোনা প্রতিরোধে এ ধরণের প্রতিরোধ মূলক ব্যবস্থা নিয়েছে। যার অংশ হিসেবে বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। মাস্ক ব্যবহার না করায় ১৬টি মামলায় ২৫ জনকে ৫ হাজার ২শ’ টাকা অর্থদন্ড এবং ৩ জনকে আটক করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার দীপংকর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়াদ্দার। সংবাদটি ৩১৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি