পাইকগাছায় বই উৎসবের ৮ দিন অতিবাহিত হলেও অর্ধেক শিক্ষার্থীর হাতে বই পৌছায়নি! প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ | আপডেট: ১০:০৭:অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় আলমশাহী ইনস্টিটিউটে বই উৎসবের ৮ দিন অতিবাহিত হলেও টাকা আদায় করার কারণে প্রায় অর্ধেক শিক্ষার্থী হাতে বই পায়নি। এ ব্যাপারে ক্ষুব্ধ অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে করা আবেদন তদন্ত সম্পন্ন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। লিখিত অভিযোগ ও অভিভাবকদের মাধ্যমে জানা গেছে, উপজেলার গড়ইখালী আলমশাহী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মধুসুদন সরকার ও সভাপতি কামরুল গাইন যোগসাজস করে বই দিবসে ছাত্রপ্রতি ৩শ’ টাকা করে আদায় করে। টাকা দিতে না পারায় বই না পেয়ে অনেক শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বাড়ী ফিরে যায়। বিষয়টি অভিভাবকরা জানতে পেরে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনকি ঐদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিভাবকরা প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন জানান, তদন্ত সম্পন্ন করা হয়েছে। তদন্তকালে যা পাওয়া গেছে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে। যার প্রতিবেদন ২/১ দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রেরণ করা হবে। অভিভাবক তরিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজস করে বই দিবসে কোমলমতি শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় করায় শিক্ষা প্রতিষ্ঠানের ভাব-মুর্তি ক্ষুন্ন করেছে। প্রধান শিক্ষক মধুসুদন সরকার বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে ৩শ’ টাকা করে সেশন চার্জ আদায় করা হয়েছে। ইতোমধ্যে ৭০% বই বিতরণ করা হয়েছে। বাকীদের সংবাদ দিয়ে বিতরণ করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে আন্দোলনের কথা জানিয়েছেন গড়ইখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরু। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ১৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি