পাইকগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ | আপডেট: ১২:৫৬:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ পাইকগাছায় গত দু’দিনে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে নতুন বাজার এবং রোববার বিকাল সাড়ে ৫টার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদশী ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, পৌরসভার ১নং ওয়ার্ড গোপালপুর গ্রামের মৃত তোরাব সরদারের ছেলে রেজাউল ইসলাম বুলি (৪২) ঘটনার দিন শনিবার রাত ১১টার দিকে নতুন বাজারে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিল। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার রেজাউলকে চাঁপা দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে তালা নামক স্থানে রেজাউলের মৃত্যু হয়। অপরদিকে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামনগর গ্রামের মৃত নূরুজ্জামান সরদারের ছেলে ইমরান সরদার ওরফে জুলফিকার (২৫) মটর সাইকেল যোগে কপিলমুনির দিকে যাওয়ার পথে চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌছালে খুলনা থেকে আসা যাত্রীবাহী বাস ইমরানকে চাঁপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ওসি এজাজ শফী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ঢাকা মেট্রো-গ ১৫-৪৩৩২ নং প্রাইভেটকার ও খুলনা মেট্রো-জ-০৫-০০৫৭ নং যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। সংবাদটি ১৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি