পাইকগাছায় পুলিশের উপস্থিতিতে জমি দখলের চেষ্টা : মহিলা সহ জখম ২

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় আদালতের আদেশ উপেক্ষা করে পুলিশের উপস্থিতিতে জায়গা-জমি দখল কালে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ দুজন রক্তাক্ত জখম হয়েছে। একজনের অবস্থা গুরুতর। তাদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলার নগরশ্রীরামপুরে গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, পাইকগাছার নগরশ্রীরামপুর গ্রামের কুদ্দুস গাজীদের সাথে ৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন আমজেদ গাজীদের বিরোধ চলছে। যা নিয়ে থানায় অভিযোগ ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মামলা হয়েছে। গত মঙ্গলবার থানার অভিযোগের ভিত্তিতে সার্ভেয়ার দ্বারা জমি জরিপ করা হয়। জরিপ কার্য সম্পন্ন না হওয়ায় ১৯ জানুয়ারী মাপের দিন ধার্য্য থাকে। এদিকে আঃ কুদ্দুসর আদালতে করা ১৪৪ ধারার মামলার নোটিশ বৃহস্পতিবার জারি করেন এ এস আই গোপাল সাহা। আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে শনিবার আমজেদ গাজীরা লাঠিশোঠা নিয়ে স্বদলবলে জমি দখলের চেষ্টা কালে প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলায় আব্দুল্লাহ গাজী (৫০) কে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং শরিরের বিভন্ন স্থানে ফোলা জখম করে। এ সময় আনার আলী গাজীর স্ত্রীকেও পিটিয়ে আহত করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আব্দুল্লাহ গাজী বেহুশ ও নাজমা বেগম আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। কুদ্দুস গাজী জানান, সিএস রেকর্ডীয় মালিক হিসেবে ভোগ দখলে রয়েছে। প্রতিপক্ষ আবু বাক্কার ২০ বছর আগে স্থানীয় আখিরন বিবির কাছ থেকে ৭ শতক জমি ক্রয় করেন। দখল বুঝে না পাওয়ায় তারা জোর পূর্বক দখল করতে এসে এএসআই গোপাল চন্দ্রের উপস্থিতিতে এ ঘটনা ঘটায়।
প্রতিপক্ষ আমজেদ গাজী জানান, তারা জমি ক্রয় করে বারবার জমি দেয়ার কথা বলে¬ও না দেয়ায় জমি বুঝে পেতে আমরা দখলে যাওয়ার চেষ্টা করি। ওসি এমদাদুল হক শেখ জানান, ঘটনাস্থলে মারামারির বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু