পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ | আপডেট: ১১:৩১:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। পাইকগাছায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তর এ আলোচনা সভার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে “ক্ষুধা ও দারিদ্র মুক্ত সমাজ বিনির্মানে সেবা ও সুযোগ প্রান্তজনে” প্রতিপাদ্য বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান। প্রভাষক বজলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, এসআই অভিজিৎ ও আহসান উল্লাহ। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়। পাশাপাশি এমআইএস ভাতা ব্যবস্থাপনা কার্যক্রম শতভাগ সম্পন্ন করায় ইউনিয়ন সমাজ কর্মী শাহিনুর রহমান মোড়লকে পুরস্কার প্রদান করা হয়। সংবাদটি ৩৪৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি