পাইকগাছায় কৃষকদের মাঝে বিএনপি’র শীতকালীন সবজি বীজ বিতরণ

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০ | আপডেট: ৯:২০:অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২০
পাইকগাছার কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ করেন খুলনা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্জ এড. এসএম শফিকুল আলম মনা।

খুলনা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাডঃ এসএম শফিকুল আলম মনা বলেছেন সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বর্তমান সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে। বিএনপির এ নেতা বলেন আওয়ামীলীগ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমানে দেশে গণতন্ত্র নেই উল্লেখ করে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান শফিকুল আলম মনা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

তিনি শুক্রবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা বিএনপি আয়োজিত কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাডঃ জিএ সবুর, শেখ আবু হোসেন বাবু, শামসুল আলম পিন্টু, জিএম আব্দস সাত্তার, এ্যাডঃ মোমরেজুল ইসলাম, শাহাদাৎ হোসেন ডাবলু, এসএম ইমদাদুল হক, কামাল আম্মেদ সেলিম নেওয়াজ, তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, শেখ ইমামুল ইসলাম, নাজির আহম্মেদ, সুজিত সানা, আতাউর রহমান, বাবর আলী, আনোয়ারুল কাদির, মেছের আলী সানা, আবু মুসা, নাজমুল হুদা মিন্টু, অমর মন্ডল, সাদ্দাম হোসেন, নজরুল ইসলাম, সজিব আক্তার, কলিঙ্গ রাজ মন্ডল, কামাল হোসেন, শহীদ, আনিসুর রহমান ও হযরত গাজী।


আপনার মতামত লিখুন :

আমিনুল ইসলাম বজলু। নিজস্ব প্রতিবেদক। পাইকগাছা, খুলনা