পাইকগাছায় এস কিউ এন্ড ক্যাবলস কোম্পানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ৯:৪৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় এস কিউ এন্ড ক্যাবলস কোম্পানী লিমিটেড এর আয়োজনে উপজেলার ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে দিবা ইলেকট্রিক এর স্বত্তাধীকারী সমর কুমার বিশ্বাস এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এস কিউ ওয়্যার এন্ড ক্যাবলস কোম্পানীর টেরিটরী ম্যানেজার মোঃ আসাদ-উল হক। বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর এরিয়া ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, খুলনা বিক্রয় কেন্দ্রের শাখা ব্যবস্থাপক মোঃ বুলবুল কবির ও নির্বাহী কর্মকর্তা মোঃ আজিজুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ইলেকট্রিশিয়ানরা উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা এস কিউ এন্ড ক্যাবলস কোম্পানীর মতবিনিময় সংবাদটি ৫৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি