পাইকগাছায় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এনামুলের বিরুদ্ধে জন্ম সনদে বয়স বৃদ্ধির অভিযোগ! প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ | আপডেট: ৮:০৭:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা এনামুল আহমেদ এর বিরুদ্ধে অবৈধ পন্থায় জন্ম সনদে পুনরায় বয়স বাড়িয়ে জন্ম সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না স্বাক্ষরিত ২৯/১০/১৯ তারিখে একটি অভিযোগ পত্রের মাধ্যমে ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। অভিযোগপত্রের আলোকে জানাযায়, এসবিসিসি কর্মকর্তা ও ইউনিসেফ ইপিকা প্রকল্প (রুপান্তর) গোলাম মোস্তফা কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে হরিঢালী ইউনিয়নের হরিঢালী গ্রামের হরিদাসকাটী বেগম জালাল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়–য়া খুশি রজক এর কন্যা দুলালী রজক (১৪) এর বিবাহ ঠিক হলে বয়েস কমের কারণে তা বন্ধ হয়ে যায়। যাহা পরবর্তীতে দুলালী রজকের ১ম জন্ম সনদে (হাতে লেখা) জন্ম তারিখ ১২/০১/২০০৫ খ্রিঃ, যার নিবন্ধন বহি নং-০৫, নিবন্ধনের তারিখ-১৭/১১/২০০৭, নিবন্ধন ইস্যুর তারিখ-২৪/১০/২০০৭, ব্যক্তিগত পরিচিতি নম্বর-২০০৫৪৭১৬৪৪৪০২১৬০১ ছিল। যাহা পরবর্তীতে পূর্বের জন্ম সনদের স্থলে (অনলাইন) ডিজিটাল প্রদ্ধতিতে জন্ম তারিখ-১২/০১/২০০১ খ্রিঃ, যার বহি নং-০৫, নিবন্ধনের তারিখ-১৭/১১/২০০৭, সনদ ইস্যুর তারিখ-১০/০৫/২০১৯, জন্ম নিবন্ধন নং-২০০১৪৭১৬৪৪৪০২১৬০১ দেখানো হয়েছে। যার পরিপ্রেক্ষিতে উভয় জন্ম সনদের তারিখ পর্যালোচনা করে নতুন জন্ম সনদে তার বয়স ৪ বছর বেশী দেখিয়ে জন্ম সনদ দেওয়া হয়েছে। এমনকি বয়স বৃদ্ধিকৃত জন্ম সনদের ভিত্তিতে দুলালী রজকের প্রকৃত বয়সকে আড়াল করে গোপনে বিবাহ দেওয়া হয়েছে বলে ০৫.৪৪.৪৭৬৪.০০০.৪২.০১০.২০১৯-৩৫০/১ নং স্মারকের অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি সদয় অবগতির জন্য খুলনা জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও হরিঢালী চেয়ারম্যানের দপ্তরে প্রেরণ করেছেন। এদিকে বর্তমান সরকার যখন দেশব্যাপী নারী, শিশু ধর্ষণ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধের জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে ঠিক সেই মূর্হুতে হরিঢালী ইউপির উদ্যোক্তা এনামুলের এমন কার্যক্রমের ফলে সরকারের উদ্দ্যোগ মুখ থুবড়ে পড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন সচেতন মহল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২৬৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি