পাইকগাছার শহীদ গফুর ও মডেল স্কুলের সমাপনী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা): পাইকগাছার শহীদ গফুর ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সেলিনা পারভীন। বক্তব্য রাখেন, আনোয়ার ইকবাল মন্টু, প্রভাষক ময়নুল ইসলাম, কাউন্সিলর কবিতা দাশ, এসএম তৈয়েবুর রহমান, শিক্ষক শিল্পী পারভীন, সাধনা সরকার, সুরাইয়া ইয়াসমিন, পাপিয়া সুলতানা, শিবপদ সরকার, তৃপ্তি রাণী শীল, জহুরা আক্তার ও অমীয় শীল। অনুরূপভাবে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন। বক্তব্য রাখেন, প্রভাষক মশিউর রহমান, শিক্ষক গীতা রাণী, নার্গিস পারভীন, শামীমা নাসরিন সীমা, সাহানা ইয়াসমিন, আজমিরী সুলতানা ও রতেœশ্বর সরকার। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২৬৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি