নারী ধর্ষণ ও শিশু নির্যাতন প্রতিরোধে আশাশুনি থানা পুলিশের র্যালী ও সমাবেশ প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ | আপডেট: ৫:৩৮:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ নারী ধর্ষণ ও শিশু নির্যাতন প্রতিরোধে আশাশুনি থানা পুলিশের র্যালী ও সমাবেশ। ‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’ এ স্লোগানকে সামনে রেখে আশাশুনিতে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি থানা পুলিশের আয়োজনে কর্মসূচি পালন করা হয়। ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষে থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবীরের সভাপতিত্বে থানা সড়কের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসআই হাসানুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার সেলু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রাজ্যেশ্বর আওয়ামী লীগ নেতা ও খাজরা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ওহিদুল ইসলাম, মোল্যা রফিকুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এসএম সাহেব আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমীর রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ বৈদ্য, আওয়ামীগ নেতা নারী নেত্রী শাপলা খাতুনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন- ধর্ষকেরা কোন দলের নয়, তাদের পরিচয় একটাই তারা নরপশু দেশ ও জাতির শত্রু। তাই এদের নিবৃত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি ইতোমধ্যে অধ্যাদেশ জারি করে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের আইন করেছেন। তাই সচেতন হয়ে নারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে সকলের প্রতি আহ্বান জানান। এর আগে একটি র্যালী থানা চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া এদিন থানা পুলিশের আয়োজনে উপজেলার সবকয়টি ইউনিয়নের পুলিশিং বীটে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনা সৃষ্টির লক্ষে অনুরুপ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংবাদটি ৫২৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১