ধর্মের কাঁটাতারে খন্ডিত ঈশ্বর

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯ | আপডেট: ৯:১৪:অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

হারুণ-অর-রশীদ:

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

ছাদগুলো ধ্বসে পড়ছে
জানালা দিয়ে হু হু করে ঢুকছে বিদ্বেষ-বাতাস
দরজার পর্দায় আশাহত পাখির ডানার মতো নিস্তব্ধতা, অথচ-
খোলা দরজায় ধর্মের ঘোড়ার বাৎ-চিৎকার
কালো কালো রাত ঘিরে আছে বিপন্ন বাড়ির শরীর
তবু, কোন এক নর্তকির মেলে দেয়া উরূর রোদে
আমরা খুঁজে চলেছি কাঙ্খিত সোনালী দুপুর।

অবনিতা, আমাদের সাদা হাঁসগুলো
কবে ভুলে গেছে জলের কোলাহল?
এই শূন্য বিরাণ ভুয়ে খসে যাওয়া পালকের দীর্ঘশ্বাস
বাতাসের শরীর ঘেষে একোন পাপিষ্ঠ রোদ?
ধর্মের কাঁটাতারে ঝুঁলে আছে খন্ডিত ঈশ্বর!
অথচ- তুমি রোজ পাঠ করো ঈশ্বরী প্রেম
অবনিতা, আমাদের সাদা হাঁসগুলো
কবে ভুলে গেছে জলের কোলাহল?

9:11 pm/harun-ar-rashid


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক