দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুগীর আত্মহত্যা

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মে ৭, ২০২১ | আপডেট: ৮:২১:অপরাহ্ণ, মে ৭, ২০২১

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোহাম্মাদ আলী (৭১) নামের এক রুগীর আতœহত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার টাউনশ্রীপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে। শুক্রবার (৭ মে) ভোর রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সুত্রে জানা গেছে, গত ৩ দিন আগে অসুস্থ্য হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগের কষ্ট সয্য করতে না পেরে সবাই ঘুমিয়ে পড়লে আত্মহত্যা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, মোহাম্মাদ আলী গত ৫ তারিখে দেড়টায় ভর্তি হয়। শুক্রবার ভোর রাতে বাথরুমের পাশের গ্রিলের সাথে গেঞ্জি দিয়ে আতœহত্যা করছে। ভর্তির পর আমি নিজেও তাকে দেখেছি। হাসপাতালের ডাক্তারা তাকে সঠিক ভাবে চিকিৎসা দিচ্ছিল। তিনি আরো বলেন, আত্মহত্যার পিছনে রোগের কারণ ছাড়াও আলাদা কিছু থাকতে পারে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে একজন এসআই পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স