দেবহাটায় প্রতিপক্ষের হামলা আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ | আপডেট: ১০:৫০:পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
দেবহাটায় প্রতিপক্ষের মারপিটে আহত বৃদ্ধা রোকেয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলা গুরুতর আহত রোকেয়া বেগম (৬৫) নামের এক নারী চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বুধবার (১১ নভেম্বর) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ওই রানীর মৃত্যু হয়। তিনি দেবহাটা উপজেলার মাঘরী গ্রামের আব্দুস সামাদের স্ত্রী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ দুপুরে রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানয়ীরা জানায়, গেলো শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষ সালাম ও তার দুই ছেলেসহ কয়েকজন মিলে রোকেয়া বেগম, তার স্বামী আব্দুস সামাদসহ চারজনকে পিটিয়ে রক্তাক্ত পিটিয়ে জখম করে।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওইদিনই আহত রোকেয়া বেগমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স