দলিতের উদ্যোগে মানবাধিকার সুরক্ষা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০ | আপডেট: ৫:৪৫:অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
দলিতের উদ্যোগে ও ইউএনডিপির অর্থায়নে এক বছর মেয়াদী দলিত জনগোষ্ঠির মানবাধিকার সুরক্ষা (পিএইচআরডিপি) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিঘলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজ আল আসাদের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ এম এ রেজা বাচা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, সমাজ সেবা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, যুব উন্নয়ন অফিসার, জনস্বাস্থ্য অফিসার, মহিলা বিষয়ক অফিসার ও সাংবাদিক।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

উপস্থিত ছিলেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, পিএইচআরডিপি প্রকল্পের প্রকল্প অফিসার যোয়াকিম মন্ডল প্রমুখ। সভায় মোট ৩০জন নিমন্ত্রিত অতিথি ও ৫জন উপজেলা কর্মী উপস্থিত ছিলেন। এছাড়া প্রকল্পটির বাস্তবায়নে দলিত সংস্থা ও এর সহযোগী প্রতিভা সংস্থা এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা কাজ করছে।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক