তুবা পাইপ ফিটিংস ফ্যাক্টরির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করলেন তালার এসিল্যান্ড

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০ | আপডেট: ৭:৩০:অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০

মো: সাইদুজ্জামান শুভ: তুবা পাইপ ফিটিংস ফ্যাক্টরির উদ্যোগে ত্রাণ বিতরণ করলেন, তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ৩৫০টি পরিবারের মাঝে তিনি এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় তুবা পাইপ ফিটিংস ফ্যাক্টরির মালিক ও কর্মচারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার (৪ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম সঠিকভাবে খাদ্য বন্টনে সহায়তা করেন। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে অভাবী মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়ায় তারা খুব উপকৃত হয়েছে বলে জানান এলাকাবাসী। এই সময়ে তাদের কাছে খাদ্য সামগ্রী তুলে দিয়ে তাদের এক সপ্তাহ মত খাদ্যের ব্যবস্থা করে দিলেন তুবা পাইপ ফিটিংস এর মালিক। এ কাজে সহযোগিতা জন্য তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম কে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

সুন্দরবনটাইমস.কম/ভ্রাম্যমাণ প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক