তালায় বর্ণমালা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২ | আপডেট: ৭:৪১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

তালায় বর্ণমালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় তালা বি,দে সরকারি উচ্চ বিদ্যালয়ে গ্রীন ম্যানের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

গ্রীন ম্যানের প্রতিষ্ঠাতা ইমরান রাব্বি’র সঞ্চালনায় বর্ণমালা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা বি,দে, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিনূর ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন তালা বি,দে, সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফেরদাউস রহমান, মোঃ আহসান হাবীব, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ আলী মন্ডল, মোঃ আশিকুজ্জামান, গ্রীন ম্যান সংগঠনের সদস্য রাজু ইসলাম, কাজী মুজাদ্দিদ, রিদওয়ানুল ইসলাম, দিপ্র প্রমুখ।

বর্ণমালা উৎসবে উৎসাহ ও উদ্দীপনার সাথে বর্ণ নিয়ে খেলা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দশম শ্রেণির অরিত্র সরকার, দ্বিতীয় হয়েছেন অন্তু পাল, তৃতীয় হয়েছেন মোরসালিন এবং উপস্থিত বক্তৃতায় বিজয়ী হয়েছেন দশম শ্রেণির শান্ত দেবনাথ। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা