তালায় নকলে সহযোগিতা করায় শিক্ষককে অব্যহতি, শিক্ষার্থী বহিস্কার

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯ | আপডেট: ৫:৪২:অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, তালা:
সাতক্ষীরার তালায় জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় শিক্ষার্থীকে নকলে সহযোগিতা করার অপরাধে মাদরাসার এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
সোমবার তালা উপজেলার পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসার ভেন্যুতে তথ্যও প্রযুক্তি পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। অব্যহতি পাওয়া শিক্ষক উপজেলার নওয়াকাটি জেএন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ শামসুল আলম পাটকেলঘাটা আল আমীন ফাজিল মাদ্রাসার ভেন্যুর কক্ষ পরিদর্শক।
তালা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান,সোমবার জেডিসির তথ্য ও প্রযুক্তি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করার দায়ে মাদরাসার এক শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও নকলের সহযোগিতা করার দায়ে কক্ষ পরিদর্শক সামসুল আলম নামের একজন জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক