ডুমুরিয়ায় ইয়াবা রুবেল গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯ | আপডেট: ৪:৩৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
ডুমুরিয়ার আন্দুলিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেল গাজী (২৪) নামে মাদক ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় আন্দুলিয়া গ্রামের ফয়সালের চায়ের দোকান থেকে সাদা পোশাকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে। রুবেল ঐ গ্রামের সোহরাব গাজীর ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পুলিশ ও একাধিক সূত্র জানায়, ডুমুরিয়ার শাহপুর ও আন্দুলিয়া গ্রামের দক্ষিণ অংশে ধীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সক্রীয়ভাবে ইয়াবা, মদ, হেরোইন গাঁজাসহ মাদক ব্যবসার সাথে জড়িত। সম্প্রতি শাহপুর ও আন্দুলিয়া থেকে ইয়বাসহ দু’জন আটক হওয়ার পর জামিনে এসে মাদক ব্যবসায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা যশোর সাতক্ষীরার বিভিন্ন রুট থেকে ইয়াবা এনে কমিশন দিয়ে বিক্রির জন্য তুলে দিচ্ছে তরুণদের হাতে। যোগাযোগ ও প্রাপ্তির সুবিধার্থে বেছে নিয়েছে স্থানীয় কয়েকটি চা-পানের দোকান। এলাকার স্কুল ও কলেজের ছাত্ররাও তাদের একাজে জড়িত হয়েছে। রুবেল গাজী বর্তমানে তাদের ইয়াবা বিক্রয়ের প্রতিনিধি হিসেবে সক্রিয়ভাবে কাজ করছিল। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জানান, ২০১১ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফুলতলা থানার ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল পলাতক ছিল। যার মামলা নং ১৫/২০১৯। গোপন সংবাদে বুধবার সন্ধ্যায় আন্দুলিয়া গ্রামের সেলিম বেকারির সামনে ফয়সালের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আসামি রুবেল গাজীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক