জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার সম্মেলনে প্রশান্ত রায় সভাপতি ও আশীষ দাশ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯ | আপডেট: ১০:০৩:অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

পাটকেলঘাটা সংবাদদাতাঃ
জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ সাতক্ষীরা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা পাটকেলঘাটাস্থ প্রধান কার্যালয়ে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। অধ্যাপক আসাদুল হকের সভাপতিত্বে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধনরঞ্জন ঘোষের উপস্থিতিতে সকলের সর্বসম্মতিক্রমে অধ্যাপক প্রশান্ত রায় সভাপতি ও আশীষ কুমার দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর সাধনরঞ্জন ঘোষ । বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক অরবিন্দু মৃধা, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের বিদ্যোৎসাহী সদস্য নারায়নচন্দ্র মজুমদার, অধ্যাপক প্রশান্ত রায়, আশীষ কুমার দাশ, চিত্তরঞ্জন মল্লিক, ইমরান হোসেন, সোমনাথ লাহিড়ী প্রমুখ। বিকালে একই মঞ্চে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক